পোস্টগুলি

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>

ছবি
আমার এক বিশিষ্ট বন্ধু তথা কমরেড ডঃ রাম কবীন্দ্র, রুশ-বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে হিন্দিতে তিনটি বই প্রকাশ করেছিলেন। বইগুলির নাম যথাক্রমে ১) রুশী ক্রান্তিকা বিকাশ মার্গ, ২) সর্বহারা অধিনায়কত্বকা সফল প্রয়োগ এবং ৩) সোভিয়েত সঙ্ঘমে সমাজবাদ কে পরাভব সে সমাজিক সাম্রাজ্যবাদকে বিনাশ তক। তিনটি বই-ই এত তথ্য বহুল এবং মার্কসীয় বিশ্লেষণ-সমৃদ্ধ যে, রাশিয়ায় সমাজতন্ত্রের বিজয় থেকে বিলুপ্তি পর্যন্ত সমগ্র বিষয়টি অনুধাবন করা অত্যন্ত সহজ হয়ে যায়। আমি নিজে এই বইগুলি পড়ে এতটাই প্রভাবিত হয় পড়ি যে, ছ'মাসের নিরলস প্রচেষ্টায় আমি তিনটি বই-ই রাংলায় অনুবাদ করে ফেলি এবং জুলাই ২০১৭ থেকে ফেসবুকে, আমার টাইমলাইনে এবং অন্য একটি গ্রুপে ধারাবাহিক ভাবে পোস্ট করেছি। পাঠকদের বন্ধুত্বপূর্ণ মতামত, সমালোচনা সবকিছুই স্বাগত। রুশ বিপ্লবের বিকাশ পথ রুশ বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট "আমার মন অত্যন্ত ভরাক্রান্ত হয়ে ওঠে এইসব দেখে ও অনুভব করে যে, জারশাহী'র জল্লাদেরা, কুলীন ও পুঁজিপতিরা, আমাদের গৌরবময় দেশের ওপর কত অত্যাচারই না করে চলেছে, দেশটাকে কতই না পিষে চলেছে তার দমন-চক্রে, কত না অপমান করে চলেছে তার। একই সাথে আমার গ