পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইস্ক্রার সম্পাদকীয় বোর্ডের ঘোষণা

ছবি
ভ, ই, লেনিন ইস্ক্রার সম্পাদকীয় বোর্ডের ঘোষণা সম্পাদকীয় বোর্ডের নামে ইস্ক্রার প্রথম সংখ্যা; এটি জার্মানির লিপজিগ-এর ছাপাখানায় ছাপা হয়েছিল [অনুবাদে - চারুদত্ত নীহারিকা রজত ও কৌশিক রাউথ রায়;  সমগ্র অনুবাদটি দেখে দিয়ে এবং প্রয়োজনীয় উপদেশ এবং সংশোধনে সহায়তা করেছেন চন্দন দত্ত, অলকা ব্যানার্জী, চঞ্চল মুন্সী] লিখিতঃ সেপ্টেম্বর, ১৯০০ প্রকাশকালঃ ইস্ক্রা - র পক্ষ থেকে একটি স্বতন্ত্র লিফলেটে প্রথম প্রকাশ ১৯০০ সালে ইস্ক্রা নামের একটি রাজনৈতিক সংবাদপত্রের প্রকাশনার বিষয়ে সহমত হয়ে, যার লক্ষ্যে আমরা লড়াই করছি এবং আমাদের কর্তব্য সম্পর্কে নিজেদের যে বোঝাপড়া রয়েছে, সেই লক্ষ্য সম্পর্কে কিছু কথা বলাটা আমরা জরুরী মনে করছি। রূশীয় শ্রমিক শ্রেণী এবং রূশীয় সমাজ-গণতন্ত্রের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। বিগত কয়েক বছর চিহ্নিত হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে, সমাজ-গণতন্ত্রের এক অত্যাশ্চর্য ও দ্রুত প্রসারের দ্বারা এবং সামাজিক ধারণার এই ঝোঁকের সাথে পরিচিত হওয়া, শিল্প-প্রোলেতারিয়েতদের একটি স্বতন্ত্র আন্দোলন যা, তার শোষকের বিরুদ্ধে