পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চীনে আসলে হচ্ছেটা কি? (What’s Really Happening in China?) মুল রচনাঃ ফেলিক্স গ্রিন; অনুবাদেঃ অলকা বন্দ্যোপাধ্যায়

ছবি
"মহাজনপদ"  - এর তরফে কিছু কথাঃ     (ডিসক্লেইমারঃ এটি মূল বুকলেটের অংশ নয় বা ফেলিক্স গ্রিন এর বক্তব্য নয়): এই রচনার কিছু বক্তব্যের সাথে আমরা একমত নই , তথ্যের কারণেই নই । যেমন , উদাহরণস্বরূপ স্তালিন সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে মুখবন্ধে , তা আমরা নাকচ করছি । কিন্তু তাতে এই রচনার গুরুত্ব কিছু কমে না । এই রচনা সেই সমস্ত দেং - পন্থীদের মাও - এর চীনের বিরুদ্ধে চালানো মিথ্যাচারের একটি অন্যতম জবাব , যা তাদের লজ্জিত করবে , অবশ্য সে বস্তু যদি তাদের থেকে থাকে তো ! মাও - এর চীন , সমাজতান্ত্রিক চীন ( ১৯৪৯ - ১৯৭৭ ) কি করেছিল , সমাজতন্ত্রের ম্যাজিক মানে কি , কি ঘটেছিল “ গ্রেট লিপ ফরোয়ার্ড - এর সময় , শিল্পে , কৃষিতে , চিকিৎসায় , কমিউন গঠনে? যদি এগুলিকে কেউ জানতে চায় , সমাজতান্ত্রিক    চীন (১৯৪৯ থেকে ১৯৭৬) এবং পুঁজিবাদী চীন ( ১৯৭৮ পরবর্তী চীন )- এর প্রভেদ বুঝতে চায় , তাহলে এ রচনা তার অবশ্য পাঠ্য । পরিশেষে , আমরা রক্তিম অভিবাদন জানাই অলকা বন্দ্যোপাধ্যায়কে এই সম্পূর্ণ পিসটিকে ইংরাজি থেকে