সাধ





সন্ধ্যাকাশের স্নিগ্ধ ভালে,
ভোর হলে কে আগুন জ্বালে
নিত্য ?

আমার শহর আজকে আগুন,
শারদ বুকে আজকে ফাগুন
সত্য।



ঝাপসা আমার চোখের তারা,
কোথায় যেন যাবার তাড়া;
ডাকছে!

যাবার পথের দুলকি চালে,
গ্রাম ছাড়া ওই ভীষণ ঢালে
বাঁকছে!



বেহারা ভাই, একটু ধীরে,
একটুখানি চাইবো ফিরে;
একবার!

ওরা যে সব নামছে পথে,
নতুন মতে , গল্পে, রথে;
আরবার!



একবার ওই লাল নিশানের,
মদ্দা মজুর আর কিষাণের
গপ্প;

শুনতে শুনতে ঘুমের দেশে,
ঠোঁটখানা 'টুক বাঁকিয়ে হেসে,
অল্প


মিশে যাবো ভিড়ের দলে,
লাল আকাশের আকাশ-তলে,
সত্য।

তখন হতে ওই ইতিহাস,
হবে শুধু আমার নিবাস,
নিত্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>