সাধ
সন্ধ্যাকাশের স্নিগ্ধ ভালে,
ভোর হলে কে আগুন জ্বালে
নিত্য ?
আমার শহর আজকে আগুন,
শারদ বুকে আজকে ফাগুন
সত্য।
ঝাপসা আমার চোখের তারা,
কোথায় যেন যাবার তাড়া;
ডাকছে!
যাবার পথের দুলকি চালে,
গ্রাম ছাড়া ওই ভীষণ ঢালে
বাঁকছে!
বেহারা ভাই, একটু ধীরে,
একটুখানি চাইবো ফিরে;
একবার!
ওরা যে সব নামছে পথে,
নতুন মতে , গল্পে, রথে;
আরবার!
একবার ওই লাল নিশানের,
মদ্দা মজুর আর কিষাণের
গপ্প;
শুনতে শুনতে ঘুমের দেশে,
ঠোঁটখানা 'টুক বাঁকিয়ে হেসে,
অল্প
মিশে যাবো ভিড়ের দলে,
লাল আকাশের আকাশ-তলে,
সত্য।
তখন হতে ওই ইতিহাস,
হবে শুধু আমার নিবাস,
নিত্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন