স্বপনচারিণী



সুন্দরী তোর মত্ত মাতাল প্রেমে,


অঙ্গ আমার রস সাগরের খেয়া।

আলিঙ্গনে চুম্বনে না থেমে,

তোকে পাবার চরৈবেতির ধেয়া।



তোকে ছুঁতে কত দেশের পথে,


আল্পস, সেন আর ভলগার বাঁক ঘুরে,

রক্ত বসনা, অপরূপ তোর রথে, 

আমার সকল পুড়ছে প্রেমের সুরে।



জড়িয়ে ধরে, পুড়িয়ে দিয়ে যেদিন,


আমার সকল অঙ্গ সবশ করে ,

জড়িয়ে নিবি মিশিয়ে নিবি সেদিন,

স্বপন ভোলা নিদ-জাগানির চরে।



সেদিন শুধুই খেলা , বাঁশি , কথা,


অনেক রূপে অনেক ভাগে এঁকে ,

আমরা মিলে জোছনা বাস্তবতা,

মিলিয়ে নেবো আগুন প্রেমে সেঁকে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>