বিষম বস্তু


আবেগ বড় বিষম বস্তু
মানিতে চাহে না যুক্তি,
মাছভাত বলো , ডালভাত বলো,
আবেগীরা খোঁজে মুক্তি!


কে পেলো বোয়াল, কার বুড়া হাল,
কাহারি বা জ্বলে পুচ্ছ?
তাহাতেই সুখ, তাহাতে ভাসুক,
শ্রেনীর স্বার্থ তুচ্ছ !


হোক পোকা বেল , কিম্বা নোবেল,
তোমার তাহাতে কি?
ওসব ভাবি না, কিম্বা জপি না
শ্রেনীর স্বার্থটি !


মুক্তির পথ, তাহার শপথ,
সংস্কারের পথে!
আমরা নাচিবো, আমরা গাহিবো,
আবেগ নামক রথে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>