শব্দেরা সব




তোমার, আমার শব্দেরা সব মস্ত মস্ত হাতির মতন, বিশাল শরীর দানবপ্রায়;

তবুও তো দিন চলে যায়, রাত কেটে যায়, মাস পুড়ে যায়, বছর ফুরায়!


গহন রাতে, নিশির ডাকে, শব্দ করে হাজার ঝিঁঝিঁ আঁধার জুড়ে,

আমার নেশার ঘুমের তলে, আবাস খোঁজে, খামচে ধরে শব্দ সুরে।


দূরে কোথাও শব্দেরা সব শব্দ করে, আগুন পোহায়, পুড়ে মরে,

আমার মগজ শব্দ শোনে, শব্দে বাঁচে, শব্দ খোঁজে, শব্দে বাড়ে।


হয়তো কোথাও শব্দগুলো ভীষণ রেগে, মূর্তি ধরে, সতেজ, সেয়ান;

হয়তো সেথায় শব্দ মানে, হাত-পাওয়ালা, হাতুড়ি আর কাস্তে ধরা মস্ত জওয়ান।


শব্দের সেই রূপের খোঁজে আমার সকল অন্তরালের শব্দ ছোটে,

ধীরে ধীরে আমার চোখের জমাটবাঁধা আঁধার কাটে, আলোক ফোটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>