নিজের প্রতি





হে ঋত,

শুদ্ধ হও।

আপন গভীর আমি হতে এইবার বাহিরে তাকাও।

যতরাত পেরিয়েছো আপন স্খলনে,

জীবন্ত ক্ষুধা হয়ে স্বার্থময় যাপনে,

ছোট ছোট আমি আর আমার নিজের,

যাহা কিছু সুখ ভোগ কেবল আত্মজের,

এইবার শান্ত হও, মুখ তোলও, খোলো চোখ,

ভোগ করো ত্যাগেরই; অনন্ত সুখ ভোগ।

ইতিহাসে, শাস্ত্রতে লেখা আছে সেই ধাম,

“তেন ত্যাক্তেন ভুঞ্জিথা, মা গৃধ, কস্য সিদ্ধনাম”।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>