নিজের প্রতি
হে ঋত,
শুদ্ধ হও।
আপন গভীর আমি হতে এইবার বাহিরে তাকাও।
যতরাত পেরিয়েছো আপন স্খলনে,
জীবন্ত ক্ষুধা হয়ে স্বার্থময় যাপনে,
ছোট ছোট আমি আর আমার নিজের,
যাহা কিছু সুখ ভোগ কেবল আত্মজের,
এইবার শান্ত হও, মুখ তোলও, খোলো চোখ,
ভোগ করো ত্যাগেরই; অনন্ত সুখ ভোগ।
ইতিহাসে, শাস্ত্রতে লেখা আছে সেই ধাম,
“তেন ত্যাক্তেন ভুঞ্জিথা, মা গৃধ, কস্য সিদ্ধনাম”।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন