ব্রেখট-এর "The workers read History" কবিতাটির একটি তর্জমা
কে বানাল থিব্সী তোরণ সপ্ত-আজব দিনে?
রাজা, শুধু রাজার নামই ইতিহাসে চিনে।
পাথরগুলো কে সাজাল? রাজা? নিজে হাতে?
আর ব্যাবিলন? বারবার যে ধ্বংসলীলায় মাতে?
প্রতিবারে কে বানালো শহরটাকে ফের?
লিমার বাড়ি? চীনের পাঁচিল? কার শ্রমেরই জের?
বানিয়ে পাঁচিল চীনের দেশে, ফিরলো কোথায় মজুর?
কে বানাল রোমের শহর, বলবে আমায় হুজুর?
কার উপরে দাঁড়িয়ে সিজার মর্যাদাটা পায়?
বাইজান্টাইন একটা গান-ই; বাকিরা সব কোথায়?
রূপকথার ঐ আটলান্টিস, হেঁট হয়ে যায় মাথা।
কোথায় লেখা ওদের জীবন? কোথায় তাদের গাথা?
যুবক যখন অলিক-বীরে করলো ভারত জয়,
সেকি শুধু একাই ছিল? একথা নিশ্চয়?
গলকে হারায় সিজার মহান, মহা প্রতাপ তার,
তার সাথে কি কেউ ছিল না? রাঁধুনি বা, ছুতার?
নৌবহরটা ডুবলে কাঁদে স্পেনের ফিলিপ রাজা,
আর কারা সব ডুবলও সাথে, রক্ত যাদের তাজা?
গ্রীসের দেশের রাজা জেতে সপ্ত-বরষ রণ,
কারা তোমার সাথে ছিল, করলো মৃত্যু বরণ?
ইতিহাসের প্রতি পাতায় যেথায় বিজয় আছে,
তাদের কথা কেউ বলেনা, বিস্মৃতিতে বাঁচে!
বাঁশিওয়ালার দাম কে চোকায়? কারা টাকা আনে?
কারা তারা? কারা তারা? ইতিহাসকি জানে?
কত মানুষ, কত জীবন, কত কান্না, হাসি,
প্রশ্নগুলো পড়েই থাকে, প্রশ্নগুলো বাসী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন